স্মৃতি বিশ্বাস
অক্সফোর্ড বুকস্টোর, পার্ক স্ট্রিট-এ এক হৃদয়স্পর্শী সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল ডঃ সুজিত পালের নতুন অনুপ্রেরণামূলক বাংলা বই “তুমিই তোমার পথ”। পাওয়ার পাবলিশার্স অ্যান্ড মোশন পিকচার্স আয়োজিত এই বিশেষ সন্ধ্যায় উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা, সাহিত্যপ্রেমী ও তরুণ প্রজন্মের আত্মঅনুসন্ধানী পাঠকবৃন্দ। সুজিত পাল, যিনি শুধু একজন লেখকই নন, একজন অভিজ্ঞ জীবনদর্শনবিদ, মোটিভেশনাল স্পিকার ও Dava India-র CEO, বইটির মাধ্যমে পাঠকদের জীবন নিয়ে নতুন করে ভাবতে উৎসাহ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সুদেষ্ণা রায়, সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখক বিনোদ ঘোষাল, বিশিষ্ট কবি ও সাংবাদিক সাইয়েদ হাসমত জালাল, এবং জনপ্রিয় পরিচালক অভিজিৎ চৌধুরী। তাঁরা প্রত্যেকেই বইটির ভাবনা এবং বার্তা নিয়ে তাঁদের অনুভূতি ও ভাব ব্যক্ত করেন।
“পথ ও প্রেরণা: অন্তরে আলোর খোঁজ” – এই ভাবনায় আয়োজিত অনুষ্ঠানটি আত্ম-উন্মোচনের এক অনন্য সন্ধ্যা হয়ে উঠেছিল।
“তুমিই তোমার পথ” এখন পাওয়া যাচ্ছে সমস্ত প্রধান অনলাইন প্ল্যাটফর্মে।
