লেখা ও ছবি : অরুণ লোধ
দক্ষিণ 24 পরগনার বজ বজ পৌরসভার অন্তর্গত এখানকার সব থেকে প্রাচীনতম। সর্বসাধারণের বজ বজ চিত্রিগঞ্জ শ্রীশ্রী ওম কালিবাড়ি আয়োজিত জগন্নাথ দেবের রথযাত্রা বঙ্গাব্দে ১৩ সন সন ইংরেজিতে ১৮৯৩ সাল হিসেব করে এই কালিবাড়ি আজ অতিক্রম করেছে ১৩২ বছর এই এই রথযাত্রা ১০০ বছর অতিক্রম করল এই অঞ্চলে বজবজ হালদার পাড়ার ধর্মপ্রাণ মানুষ ছিলেন প্রয়াত শ্রী জগন্নাথ দাস অবশেষে জগন্নাথ বাবু ১৩৮৭ সালে ইংরেজিতে ১৯৮০ সাল সে রথটি দান করেন কালি বাড়ির কর্তৃপক্ষের কাছে এই রথ কালিবাড়ি থেকে বজবজ পর্যন্ত রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত বজ বজের হালদারপাড়া পর্যন্ত যেত দীর্ঘ কয়েক বছর ধরে অর্থের অভাবে এই রথ কালীবাড়িতেই রয়ে যায়। এই বছর ১৯০০ পঁচিশ সালে রথ কে সুন্দর ভাবে সাজানো হয় এবং এবং রথ উল্টো রথ বজ বজের চৌরাস্তা শিব মন্দিরে থাকবে। এক ভদ্রলোকের নাম প্রকাশ ইচ্ছুক এ কিছু গান অনুদান করার পর আজ কালী বাড়ির কাছে রথের রং করা এবং রথের কাজ চলছে শিল্পীদের মাধ্যমে। এখানকার যুগ্ম সম্পাদক শ্রী পিন্টু ঘোষ এই বজ বজের ঐতিহাসিক জগন্নাথ দেবের রথযাত্রা সম্বন্ধে এবং শিল্পীরা রথের কাজ কিভাবে চলছে তার বক্তব্য রাখেন লেখা এবং ছবি অরুণ লো ধ





