নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনার বজবজ বিধানসভা কেন্দ্রের গোবর ঝুড়ি অঞ্চলে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল অফ সাইন্স হসপিটাল এন্ড বি বি আই টি উদ্যোগে এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতার (বি আই টি এম ) যৌথ উদ্যোগে জিমস হাসপাতাল ক্যাম্পাসের সাত তলায় দুইদিন ব্যাপী বিশাল এক বিজ্ঞান মেল শেষ হলো সম্প্রতি। এই মেলায় জেলার প্রায় ছিয়াত্তরটি স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন তাঁদের বিজ্ঞান ভিত্তিক নানান প্রকল্প এবং কাজ নিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং বজবজের বিধায়ক অশোক দেব ,ইসরোর বিজ্ঞানী বজবজের ভূমি পুত্র সৌরভ মাজি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। মঞ্চে এবং সার্বিক পরিচালনায় ছিলেন বি বি আই টি ও জেআইএমএস এর জনসংযোগ আধিকারিক কমলেশ সিং ।