আবৃত্তি আলোক সংস্থার রবীন্দ্র নজরুল সন্ধ্যা




অরুন লোধ: ভারতের প্রখ্যাত আবৃত্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান আবৃত্তি আলোক-এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইসের ল কলেজের কর্ণধার শ্রী জয়ন্ত মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর. জে. সুমন্ত (বিগ এফ. এম.)।

আবৃত্তি আলোক প্রতি বছরই এই অনুষ্ঠান আয়োজন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-কে শ্রদ্ধাভরে স্মরণ করতে। এবারের সন্ধ্যাও তার ব্যতিক্রম নয়।

অনুষ্ঠানে আবৃত্তি আলোকের শিল্পীরা পরিবেশন করেন আবৃত্তি, গান, এবং নৃত্য— যার মধ্য দিয়ে উঠে আসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধ ধারাবাহিকতা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ ছিলেন:
পৃথা মণ্ডল, সুহানা আলী, অদিতি পাঠক, রূপম রায়, স্বর্ণাভ পাল, প্রিয়াংশু ঘোষ, অতলিতা দেবনাথ, প্রিয়াংগী চ্যাটার্জি, বিনায়ক দাস, প্রসিদ্ধা মাইতি, অস্মিতা দাস, শিকসা দাস, সমন্বিতা রায়, আনন্দি প্রামাণিক, কৃষ্ণা গাইন, লিপিকা প্রামাণিক, অন্নপূর্ণা ভাওয়াল, শুক্লা রায়, প্রজ্ঞা পাঁজা, সায়ন্তনী ব্যানার্জি, নম্রতা রায় চৌধুরী, সৌমদীপ রায় চৌধুরী, অনুষ্কা মিত্র, ইপ্সিতা দাস, ঈশানি ভাওয়াল, পারিজাত নস্কর, মারিয়া সুলতানা, আয়ুশ মণ্ডল, অর্কপ্রভ মিস্ত্রী, পুষ্পম রায়, মহাশ্বেতা মিস্ত্রি, পল্লব লস্কর, সুপর্ণা রায়, মিতালী মিঠু মোদক, শ্রাবণী ব্যানার্জি, বৈশাখী দেবনাথ সাহা, রূপা প্রামাণিক , সালমা বেগম ও সঞ্জয় চক্রবর্তী।
আবৃত্তি আলোকের গুরুমাতা শ্রীমতি মৌ পাঠক সিংহের সুদক্ষ নির্দেশনায় এবং সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক অংশগ্রহণে এই অনুষ্ঠান হয়ে উঠেছিল এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলা।
আবৃত্তি আলোক বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসারে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে শুদ্ধ শিল্পচর্চার পথে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *