এবার বর্ষায় রাস্তা সারাই এর কাজে কলকাতা পৌরসভা


স্মৃতি বিশ্বাস
লাগাতার বৃষ্টির জেরে শহরের একাধিক রাস্তায় খানাখন্দ ভরা। হাল ফেরাতে রাস্তায় নামল কলকাতা পুর সভা। এবার রাত থেকে জরুরি ভিত্তিতে রাস্তার মেরামতি কাজে নেমে পড়েছেন পুর কর্মীরা।  হাওড়া, শিয়ালদহ, টালিগঞ্জে, খিদিরপুর, হাজরা, ই এম বাইপাস, ডায়মন্ড হারবার রোড সহ একাধিক রাস্তা যেগুলো ধর্মতলার গিয়ে মিশেছে,সেসমস্ত রাস্তা মেরামতি কাজ শুরু হয়েছে। পুর সভা সূত্রের খবর আপাতত  অস্থায়ী ভাবে মেরামতির কাজ চললেও আগামীদিনে আবহাওয়া পরিস্থিতি উন্নতি  হলেই সম্পূর্ণ ভাবে কাজ শেষ করা হবে। কলকাতা পুর সভার অবশ্যয় যুক্তি জল জমার কারণে রাস্তার অবস্থা খারাপ হয়ে পড়েছে। তবে তারা প্রাথমিক ভাবে রাস্তার সরানোর কাজ করছে। একই ভাবে মেয়র সম্প্রতি যুক্তি দিয়েছেন যেহুতু কলকাতা রাস্তায় গঙ্গা মাটি তাই জল জমলেও মাটি সরে যাচ্ছে ফলে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। তবে বিশেষজ্ঞ দের মত কলকাতার রাস্তাগুলি কে আরো শক্তপোক্ত এবং  পরিবেশ সহনশীল ও স্থায়ী ভাবে পরিকাঠামো উন্নত করতে হবে। এছাড়া ও উন্নতমানের সামগ্রী নিয়মিত পর্যালোচনা এবং পরিকল্পিত নিকাশি ব্যবস্থা না করলে স্থায়ী সমাধান করার সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে সম্প্রতি কোলকাতা পুরসভায় মেয়রের উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *