দুর্গাপুরে একাধিক প্রকল্পের উদ্বোধনে নরেন্দ্র মোদি



স্মৃতি বিশ্বাস : দুর্গাপুর স্টিল সিটির পাশাপাশি উৎকর্ষ শ্রমের বড় জায়গা। সম্প্রতি এখানে ৫৪০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগাযোগ পরিকাঠামো মজবুত হবে, কর্মসংস্থান হবে। মেক ইন ইন্ডিয়া মেক ফর দ্যা ওয়ার্ল্ড এই মন্ত্রে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ। সবাইকে অভিনন্দন জানাই এই প্রকল্পগুলোর জন্য। সমগ্র বিশ্বে আজ বিকশিত ভারতের বিষয়ে চর্চা হচ্ছে। এই নতুন বদলে যাওয়া ভারতের অন্যতম লক্ষ্য হল পরিকাঠামো। ৪ কোটি গরীব মানুষের ঘর, রাস্তা, মহা সড়ক, বাড়িতে জল, ডোমেস্টিক এয়ারপোর্ট, গ্রামে গঞ্জে পৌঁছে যাওয়া ইন্টারনেট সব জায়গায়। এখানে রেলওয়ের অভূতপূর্ব কাজ হয়েছে। একাধিক বন্দে ভারত, আধুনিক রেল স্টেশন, রেল ওভারব্রীজ তৈরি হচ্ছে, রেল পথ সম্প্রসারণ হচ্ছে। এয়ারপোর্ট গুলোকে উড়ান যোজনার সঙ্গে যুক্ত করা হয়েছে।

পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে কাঁচামাল যারা বানায় তাদেরও রোজগার বাড়বে। গ্যাস সংযোগের কাজ বিগত ১১ বছরে যেভাবে হয়েছে আগে কখনও হয়নি।

ওয়ান নেশন ওয়ান গ্যাসের উপর দেশজুড়ে কাজ হচ্ছে। পূর্বের ৬ টি রাজ্যে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কাজ চলছে।

দুর্গাপুর এখন ন্যাশনাল গ্যাস গ্রিডের অংশ হল। এর মাধ্যমে ২৫-৩০ লক্ষ পরিবারে গ্যাস পৌঁছাবে।

সমগ্র দেশে প্রবল গতিতে কাজ চলছে। ২০৪৭ সালে বিকশিত ভারত করতে হবে, পুরোপুরি আত্মনির্ভর হতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *