মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

এন এন এস [দেরাদুন] ২৮শে জুলাইঃ   উত্তরাখণ্ডে হরিদ্বারের মনসা দেবী মন্দিরে   ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৫ জন ভক্ত। ২৭ জুলাই মন্দিরের সিঁড়ির পথে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক সৃষ্টি হয়, যা এই পদদলনের মূল কারণ বলে মনে করা হচ্ছে।
গড়ওয়াল বিভাগের কমিশনার বিনয় শংকর পাণ্ডে বলেন, ঘটনার সময় মন্দিরে প্রচুর ভক্ত জড়ো হয়েছিলেন।ে
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
হরিদ্বার জেলার এসএসপি প্রমেন্দ্র সিং ডোবাল জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৩৫ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে।
হরিদ্বার বিশেষভাবে শিবভক্ত ‘কাঁওয়ারিয়াদের’ জন্য গুরুত্বপূর্ণ স্থান, যারা এই সময়ে গঙ্গা থেকে পানি সংগ্রহ করেন।
একজন আহত ভক্ত সংবাদমাধ্যমকে জানান, হঠাৎ প্রচণ্ড ভিড় তৈরি হয়। সবাই বেরিয়ে যেতে চাচ্ছিলেন, তখন আমি পড়ে যাই এবং হাত ভেঙে যায়।
এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শোক প্রকাশ করে বলেছেন, উত্তরাখণ্ডের হরিদ্বারে মানসা দেবী মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণহানির খবর শুনে গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই দুর্ঘটনাকে ‘গভীর বেদনার’ বলে আখ্যা দিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি জানান, রাজ্য সরকার নিহতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে   আর্থিক সহায়তা দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *