প্রতি বছরের মতো এবছরও আজ ২৬ শে জুন আন্তর্জাতিক মাদক-বিরোধী দিবস পালন করল আলিপুর আবগারি জেলা। বৃহস্পতিবার ট্যাবলো-সহ একটি সচেতনতা র্যালি তিলজলা থেকে কসবা, রুবি, সুলেখা মোড়, পাটুলি, গড়িয়া, টালিগঞ্জ, বেহালা, ঠাকুরপুকুর অঞ্চল পরিক্রমা করে। র্যালিতে উপস্থিত ছিলেন আলিপুর আবগারি জেলা দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট নিমাই বিশ্বাস এবং বিভিন্ন এলাকার ১১ আধিকারিক-সহ দপ্তরের ৬০ জনের একটি দল। সুপারিনটেনডেন্ট সাহেব বলেন, “সারা বছরই আমরা বিষ-মাদক সেবন, মাদক পাচারের বিরুদ্ধে সচেতনতামূলক বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি। প্রতি বছরের ন্যায় এবছরও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে যাতে এই মাদক পাচার পুরোপুরি নির্মূল করা যায়।”