নিজস্ব প্রতিনিধি ; সম্প্রতি সন্ধ্যা প্রকাশন এর আয়োজনে শিলিগুড়ির শ্রমিক ভবনে অনুষ্ঠিত হলো বই প্রকাশ অনুষ্ঠান। কবি আলক চক্রবর্তীর লেখা “শক্তি শুয়ে আছো ” কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার,বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক আনন্দ গোপাল ঘোষ,প্রাবন্ধিক অশেষ দাস সহ উত্তরবঙ্গের শতাধিক বিশিষ্ট মানুষ,কবি শিল্পী ও সাহিত্যিক। স্বাগত ভাষণ দেন সন্ধ্যা প্রকাশন এর কর্ণধার শংকর দত্ত। বই উদ্বোধনের পর মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিত্বরা তাঁদের বক্তব্য রাখেন প্রায় সকলেই। এই ভাবে রীতি মতো প্যান্ডেল বেঁধে বই প্রকাশ এর ঘটনায় মুগ্ধ সকলেই। বইয়ের মলাট ,ছাপা ও সৌদর্য নিয়ে সকলেই সন্ধ্যা প্রকাশনের ভুয়সী প্রশংসা করেন।