তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি হওয়ার আলোচনা শুরু

এন এন এস [কলকাতা] ২৮শে জুলাইঃ    তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে ২৬-এর বিধানসভা নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন।  তার দলের নির্বাচনী  কৌশল ও রাজনৈতিক প্রশ্নে বিশেষ পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের কর্তা প্রীতিশ জৈন দলের প্রার্থী তালিকা নিয়ে নানা সুপারিশ তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া শুরু করে দিয়েছেন। দলের অন্দরের খবর ৩৫-৪০ জন বর্তমান তৃণমূলের বিধায়ককে ২৯৪ আসনের প্রার্থী তালিকায় বাদ দেওয়া হতে পারে বলে গুঞ্জন। ২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে যাওয়া ৭৭ আসনেরও প্রাথমিক প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে। নন্দীগ্রামে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে চাপে রাখতে কোন প্রভাবশালী প্রার্থী দেওয়ারও ভাবনা চিন্তা চলেছে। বারাসাতে চিরঞ্জিত চক্রবর্ত্তী, ভরতপুরে হুমায়ুন কবির, বলাগড়ে বর্তমান বিধায়ক মনোরঞ্জন সহ একাধিক নামে আপত্তি তোলা হয়েছে দলের অন্দরে। ভরতপুরে হুমায়ুন কবিরের ব্ল্যাক মেলিংকে যে দল মেনে নেবে না তাও পরিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হুমায়ুন কবির নতুন মুসলিম রাজনৈতিক দলের ভাবনা চিন্তা নিয়ে তহা সিদ্দিকি সহ একাধিক মুসলিম পীরজাদার সঙ্গে কথাও বলেছেন। মমতা ঘনিষ্ঠদের দাবি যে হুমায়ুন কবিরের সাম্প্রতিক খেলার পিছনে কংগ্রেসের অধীর চৌধুরী সহ একাধিক নেতা রয়েছেন। শুধু হুমায়ুন কবিরই নয়া, তৃণমূল কংগ্রেসের ১৪ বছরের শাসনে যে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে জন বিন্যাসে এগিয়ে থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা, ব্লক ও বুথগুলিতেও। বিজেপি-আর এস এস আবার মুসলিম প্রভাবিত এলাকায় তৃণমূলপন্থী ও তৃণমূল বিরোধী শক্তির  মধ্যে লড়াই লাগাতে চাইছেন। এই লক্ষ্যেই সাংসদ ও হায়দ্রাবাদের মুসলিম দল মিমকেও পশ্চিমবঙ্গে টেনে আনার চেষ্টা চলছে বলেই খবর।
মুসলিম এলাকায় তৃণমূল বিরোধী অসন্তোষকে কাজে লাগাতে বাম-অতি বান-কংগ্রেস ও আই এস এফ অতি সক্রিয় বলে জানা গেছে। মুসলিম ভোটে বিভাজন সম্ভাবনায় উদ্বেগেই মমতা বন্দ্যোপাধ্যায়। সামগ্রিক পরিস্থিতির বিচারে অতি সতর্কতার সঙ্গে আই-প্যাকের পরামর্শে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রস্তুতের কাজ চলেছে। তৃণমূলের আশা কাট-ছাটের পর এক সক্রিয়তার ময়াধ্যমে উঠে আসা প্রার্থীদের নাম নিয়ে আলোচনা চলছে তৃণমূল অন্দরে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *