কোলকাতায় সত্য সাই বাবার অনুষ্ঠান

অরিজিৎ মৈত্র
চলতি বছরের ২৩ নভেম্বর সত্য সাই বাবার জন্মশতবর্ষ পালন করা হবে অন্ধ্রপ্রদেশের পূট্টাপর্থীর প্রশান্তিনিলয়মে। দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষ ভক্তসমাগম হবে সেখানে। এই উপলক্ষে গত ২৪ এপ্রিল পাঁচটি রথ যাত্রা শুরু করেছে প্রশান্তিনিলয়ম থেকে গোটা দেশ জুড়ে পরিক্রমার উদ্দেশ্যে। ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলি পরিক্রমা করে শহর কলকাতায় এই রথ এসে পৌছালো গত ২৩ জুন। নিউ আলিপুর থেকে এক শোভাযাত্রার মাধ্যমে ‘শ্রী সত্য সাই প্রেমপ্রবাহিনী’ শিরোনামের রথটিকে নিয়ে আশা হয় দক্ষিণ কলকাতার শরৎ চ্যাটার্জী পার্কে। পবিত্র বেদমন্ত্রর মাধ্যমে সারাদিনব্যাপি অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, ভজন, চিকিৎসা শিবির, নারায়ণ সেবার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাশংকর সহ বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *