আদ্যাপীঠে বিশ্ব যোগ দিবস পালন

স্মৃতি বিশ্বাস : শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এমন এক প্রতিষ্ঠান যে সমাজের কাছে দায়বদ্ধ। তাই সমাজের কাছে অঙ্গীকার হিসেবে ও নাগরিকদের সুস্থ জীবনযাপনে উৎসাহ দিতে এই সংস্থা ২১ জুন বিশ্ব যোগ দিবস পালন করে। এই উপলক্ষে কলকাতায় পবিত্র আদ্যাপীঠ মন্দিরে যোগ ও ধ্যানের ওপর কর্মশালার আয়োজন করা হয়। যেখানে যোগগুরু হিসেবে সকলকে দিশা দেখান যোগী বিশ্ব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিনেশ্বর আদ্যাপীঠের প্রাণ পুরুষ মুরাল ভাই ও দীপা মা ।
এদিন বিকেল ৩ টায় আদ্যাপীঠ মন্দিরের সভাগৃহে সব মিলিয়ে প্রায় ৩০০ জন আবাসিক মায়েদের ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালার আসর বসে।

প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্ভোধন করেণ আদ্যাপীঠ এর ব্রহ্মচারী মুরাল ভাই, দীপা মা, যোগী বিশ্ব ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা।
মুরাল ভাই ও দীপা মা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর এই উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। মুরাল ভাই বলেন ,”আদ্যাপীঠ এর মা দের শারীরিক ভাবে সুস্থ রাখার শ্যাম সুন্দর কোং এর এই প্রয়াস আদ্যা মা এর আশীর্বাদে সার্থক হয়ে উঠুক|”
বিশ্ব যোগার যোগী বিশ্ব বলেন, “এই প্রয়াস জীবনের সায়ান্নে পৌছে যাওয়া মা দের জন্য খুবই জরুরি। আমরা এই প্রয়াসে থাকতে পেরে ধন্য”।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ডিরেক্টর রূপক সাহা জানান, ‘ এই কর্মশালাটি কোনো একদিনের অনুষ্ঠান নয়। এটি আসলে একটি দীর্ঘ প্রক্রিয়া। এই কর্মশালায় এমন অনেকে যোগ দিয়েছেন যাঁরা শারীরিক এবং মানসিকভাবে খুবই অসুস্থ। কেউ কেউ হয়তো প্রচন্ড ব্যথা বেদনায় ভুগছেন। তাদের জন্য কর্মশালার পর থেরাপির আয়োজন করা হয়। যোগ গুরু এই সদস্যদের প্রতিদিন কী যোগাভ্যাস করতে হবে, কীভাবে নিয়ম মেনে চলতে হবে তার নিদান দেন। আসলে যোগ শুধু দেহের স্বাস্থ্য রক্ষাই করে না, মন মস্তিষ্ক এবং আত্মারও ভারসাম্য রক্ষা করতে পারে। এ কারণে শারীরিক সমস্যা ছাড়াও যোগের মাধ্যমে মানসিক অসুস্থতাও কাটিয়ে ওঠা যায়।’

সকল বয়সী উৎসাহিদের নিয়ে আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর এই প্রয়াস আনন্দদায়ক পরিবেশে সার্থক ভাবে উদযাপিত হয় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *